আস-সালামু আলাইকুম। আমার বিবাহের সময় কিছু সমস্যার কারণে বিয়ের দিন একটি খালি কাগজে সাইন নেওয়া হয় এবং দেনমোহর না দিয়ে উশুল হিসেবে উল্লেখ করা হয়। আর বাকি সব কিছুই ঠিক মত হয়। এখন এই বিয়ে কি যায়েজ হবে?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। অন্যান্য কাজ যদি ঠিকঠাক হয় অর্থাৎ ইজাব-কবুল যদি হয়, সাক্ষীরা যদি থাকে তাহলে বিবাহ বৈধ হয়েছে। কাগজে লেখা বিবাহের জন্য কোন শর্ত নয়। দেনমোহর যদি উল্লেখ না করে তবুও বিবাহ বৈধ।