আস-সালামু আলাইকুম। আমার পরিবারের লোকজন আমাকে মোটেও পছন্দ করেনা এবং পিছনে কারণ আমি জানি না।আমার মা আমাকে সারাদিন জাহান্নামী জাহান্নামী বলে ডাকে, ঘরের কাজ করতে পারি না দেখে শারীরিক অসুস্থতার কারণে। আমার বিয়ের দিন ধার্য হলে আমি আমার মায়ের কাছে একটা স্বর্ণের চেইন চাই, সামর্থ্য থাকা সত্ত্বেও ওরা মেয়েকে কিছু দিবে না। মেয়ে হয়ে কি বাবা-মার কাছে কোন আবদারই রাখতে পারব না?
মা বাবা ভাই মিলে একত্র হয়ে আমাকে বিয়ে দিতে চায় না, ছেলের প্রস্তাব আসছে এবং ছেলেপক্ষ রাজী, আমাকে বিয়ে না দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ফন্দি বের করছে। ওদের মূল উদ্দেশ্য ওদের ঘর পাহারা দেওয়ার জন্য মেয়ে দরকার এবং ঘরের কাজ করার জন্য মেয়ে দরকার। এক্ষেত্রে আমার কি করা উচিত।