আস-সালামু আলাইকুম। জনৈক ভাই বলেছেন, মসজিদের মিম্বর পাকা করলে সেটা মূর্তী হয়ে যায়। স্থায়ী ভাবে মিম্বর পাকা করা যাবেনা, বরং চেয়ার বা কাঠের তৈরী এ জাতীয় মিম্বর রাখতে হবে।
তবে আমাদের মসজিদে যে পাকা করা, এ বিষয়ে ইসলাম কি বলে, কোথাও কি এমন কোনো নিষেধাজ্ঞা আছে?