As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6594

হাদীস ও উসূলুল হাদীস

প্রকাশকাল: 18 Dec 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। জনৈক ভাই বলেছেন, মসজিদের মিম্বর পাকা করলে সেটা মূর্তী হয়ে যায়। স্থায়ী ভাবে মিম্বর পাকা করা যাবেনা, বরং চেয়ার বা কাঠের তৈরী এ জাতীয় মিম্বর রাখতে হবে।

তবে আমাদের মসজিদে যে পাকা করা, এ বিষয়ে ইসলাম কি বলে, কোথাও কি এমন কোনো নিষেধাজ্ঞা আছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জনৈক ভাইয়ের কথা ঠিক নয়। পাকা মিম্বার তৈরী করতে কোন সমস্যা নেই।