As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6593

শিরক-বিদআত

প্রকাশকাল: 18 Dec 2023

প্রশ্ন

আসসালামু আলাইকুম

হাদিসের মধ্যে প্রায় সময় দেখা যায় সাহাবাগণকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু জিজ্ঞেস করেছেন তখন প্রায় সময়ই সাহাবিগন উত্তর দিয়েছেন যে আল্লাহ ও তার রাসুল ভালো জানেন।

আমার প্রশ্ন হলো এখানে কি আল্লাহর জানার সাথে রাসুল স. কে জানার জন্য শরিক করা হলো না?

উল্লেখ্য যে, আমি একজন মুসলিম এবং শিরক থেকে বেঁচে থাকতে চাই। এবং এটি জানি যে শিরক থেকে বেচে থাকতে আমাদের সাহাবিদের মতো আল্লাহ ও তার রাসুল স. কে ভালোবাসতে হবে। কিন্তু উপরের আমার প্রশ্নের বিষয়টি আমার অন্তরে কিছু সংশয় সৃষ্টি করছে। আশা করি অন্তরের সংশয় দূর করতে জ্ঞানগর্ভ উত্তর দিবেন ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খাইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রথম কথা হলো আপনি শিরক নিয়ে চিন্তা করবেন না। আপনি যেভাবে শিরক নিয়ে গবেষণা শুরু করেছেন তাতে এই চিন্তা আপনাকে মানসিক রোগী বানিয়ে ছাড়বে। কুরআনে বহু জায়গায় বলা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে বলা হয়েছে। তদ্রুপ হাদীসের বহু জায়গাতে পাওয়া যায় সাহাবীরা বলেছেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এভাবে বলাটা সর্বোচ্চ আদব। এখান বলা হয়, আমরা কিছু জানি না। আল্লাহ এবং তার রাসূলই আমাদের জানায়। শিরক বিদআত আমাদের শিখতে হবে সাহাবীদের কথা কাজ থেকে। এখন সাহাবীদের কাজই যদি শিরক মনে হয় তাহলে বুঝেতে হবে, আপনি সঠিক উৎস থেকে শিক্ষা পাচ্ছেন না। কোন চিন্তা না করে সাহাবীরা যেভাবে ইসলাম মেনেছেন সেভাবে মানবেন। আপনি চিন্তা-ভাবনার জগৎ থেকে বের হয়ে আমলের জগতে আসুন।