As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6591

হালাল হারাম

প্রকাশকাল: 18 Dec 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমার ভাই একটি সরকারী প্রতিষ্ঠানের স্বল্প বেতনভুক্ত কর্মচারী। তার স্বল্প বেতনে বর্তমান পরিস্থিতিভেদে সংসার চালাতেই হিমশিম খেতে হয়। এজন্য বিকল্প উৎস থেকে টাকা উপার্জনের চেষ্টা করছে কিন্তু হালাল হারামের তোয়াক্কা করছেন না।সে কোনো একজনকে ছোট একটি পদে সরকারী চাকুরীর ব্যবস্থা করে দেওয়ার জন্য তার কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছেন এবং সেই ব্যাক্তির জন্য তদবীর করে তার চাকরীর জন্য চেষ্টা করছেন। আমি তাকে অসৎ উপায়ে উপার্জনে বিরত থাকার জন্য বারবার বলেছি তাতে খুব একটা কাজ হচ্ছে না। সে এটিকে হারাম ভাবতেই ইচ্ছুক নয়। এমতাবস্থায় তার বাসায় যাওয়া কিংবা তার বাসায় গেলে খাওয়া আমার জন্য যায়েজ কিনা? তাকে কিভাবে উত্তম নাসিয়াহ দিতে পারি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি আপনার সাধ্যমত বুঝানোর চেষ্টা করুন যে, এগুলো হারাম-অবৈধ কাজ। এমন কাজে দুনিয়াতে বিপদ-আপদ আরো বেশী আসে, আখেরাতে আযাবের সম্মুখীন হতে হয়। হালালের ভিতর থাকলে সাময়িক কষ্ট হলেও দীর্ঘ মেয়াদে সুখ শান্তি লাভ ভয়, আখরাতে চিরস্থায়ী জান্নাত পাওয়া যায়। তার বাড়িতে যাওয়া আসা করবেন, দুয়েক সময় খেতেও সমস্যা নেই। তার সাথে সম্পর্ক ছিন্ন করলে তো তাকে ভাল কথা বলার সুযোগও হাত ছাড়া হয়ে যাবে।