As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6581

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 18 Dec 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি। আমার অফিস সময় (৯ থেকে ৫.১৫)। প্রতিষ্ঠানে আমার কাজ হলো সকাল ৯ টায় শরীরচর্চা এবং দৈনিক সমাবেশ করানো। আর বিকেল ৪ টায় একটা ক্লাস নেয়া। মাঝখানে পুরো সময় অফিসে আমার কোনো কাজ থাকে না, যদি থাকে বস কল করে ডেকে আনে। এমতাবস্থায় দিনের যে সময়টাতে কাজ থাকে না এই সময় আমি যদি বাসায় অবস্থান করি, এটা আমার জন্য জায়েজ হবে কিনা? উল্লেখ্য আমার বস এ ব্যাপারে তেমন আপত্তি করেন না।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, শুধু বসের সন্তুষ্টিতেই বাড়িতে থাকা যাবে না। কাজ থাকুক বা না থাকুক আপনাকে অফিসে থাকতে হবে। আপনি যে চুক্তিতে নিয়োগ হয়েছেন, সেই চু্ক্তি অনুযায়ী চলবেন।