As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6578

বিবাহ-তালাক

প্রকাশকাল: 18 Dec 2023

প্রশ্ন

আমার পিতা-মাতা এবং পরিবার আমার পছন্দ ছাড়া এক প্রকার বাধ্য করে জোর করে পাত্রের সাথে বিয়ে দেয়। আমি বিয়েতে রাজি ছিলাম না। যেহেতু আর কোন উপায় নেই বিয়ের আগে ভেঙে দেয়ার তাই তখন অনিচ্ছাকৃতভাবে রাজি হয়ে বিয়ে করি। তাহলে কি আমার বিয়ে শুদ্ধ হয়েছে?

উত্তর

জ্বী, বিবাহ শুদ্ধ হয়েছে। তবে মেয়ে রাজি না থাকা অবস্থায় জোর করে বিয়ে দেওয়া একটা মূর্খতা। এই কাজ জায়েজ নয়। অধিকাংশ আলেমের মতে প্রাপ্তবয়স্ক মেয়ের অনুমতি ছাড়া কোন বাবা নিজের মেয়েকে বিবাহ দিতে পারবে না। عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا تُنْكَحُ الثَّيِّبُ حَتَّى تُسْتَأْمَرَ، وَلَا تُنْكَحُ البِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ، وَإِذْنُهَا الصُّمُوتُ আবু হুরায়রা রা. থেকে বর্ণিত হাদীসে আল্লাহর রাসূল বলেন, ইতপূর্বে বিবাহ হয়েছিলে এমন মেয়েকে বিবাহ দেয়া যাবে না তার কাছে অনুমতি নেয়া ছাড়া, আর প্রাপ্ত বয়স্ক কুমারী মেয়েকে বিবাহ দেয়া যাবে না তার কাছে অনমুত চাওয়া ছাড়া, আর চুপ থাকাটাই তার অনুমতি দেয়া বলে গণ্য। সুনানু তিরমিযী, হাদীস নং ১১০৭। হাদীসটি সহীহ। এই হাদীসের ভিত্তিতে অধিকাংশ আলেমের মত হচ্ছে বাবা জোর করে তার মেয়েকে বিবাহ দিতে পারবে না। যদি জোর করে বিয়ে দেয় তাহলে মেয়ে চাইলে সেই বিয়ে বাতিল করতে পারবে, তালাক চাইতে পারবে।