আস-সালামু আলাইকুম।
আমার স্ত্রী বাপের বাড়ি বেড়াতে গেলে আমাদের পরিবারের এবং আমার বিভিন্ন দোষ ত্রুটির কথা বলে। পরে আমার শ্বশুর ফোন দিয়ে বলে আমাদের সাথে আর সম্পর্ক রাখবে না। পরে তাদের পক্ষ থেকে জানায় কাজী অফিসে বসে খোলা তালাক হবে। পরে উভয় পক্ষ কাজী অফিসে আসি এবং শালিসির মত পরিস্থিতি তৈরি হয়।শালিসির লোকজন আমার মত জানতে চাইলে আমি বলি আমাকে যদি তাদের মেয়ে দেয় তাহলে আমি নিব। পরে আমার শ্বশুরের মত জানতে চাইলে তিনি বলেন আমার মেয়ে দিব না। পরে আমার স্ত্রীর কাছে জানতে চাইলে সে বলে আমার গার্ডিয়ান যে সিদ্ধান্ত নেয়।
পরে সালিশির লোকজন আমাদের ১ লক্ষ টাকা কাবিন ছিল সেখান থেকে ৫০ হাজার টাকা এবং তিন মাসের খোরপোশ ১৫ হাজার মোট ৬৫ হাজার টাকা দেওয়ার কথা বললে তাতেই তারা রাজি হয়।
পরে তালাকের কাগজে আমার স্ত্রী স্বাক্ষর দিতে আসলে কান্নাকাটি করে পরে ওর গার্ডিয়ান স্বাক্ষর দিতে বললে কাগজে কি লেখা ছিল তা না পরেই স্বাক্ষর দেয়। পরে আমাকে স্বাক্ষর দিতে বললে আমি রাজি না হলে মেয়ে পক্ষ থেকে একজন বলে স্বাক্ষর না দিলে মামলা করব। তারপর আমিও স্বাক্ষর দিয়ে দেই। কিন্ত কাগজ কি লেখা ছিল আমিও পড়ে দেখি নাই(কাগজে “এক তালাক, দুই তালাক বায়েন” লেখা ছিল)। স্বাক্ষর দেওয়ার পর কাজী আমাকে মুখের তালাক দিতে বলে এবং আমি আমার স্ত্রীর নাম উচ্চারণ করে ” এক তালাক ” বলে উঠে যাই আর দিতে চাই না (আসলে মুখের তালাক ও আমি দিতে চাই না)। পরে কাজী এবং যারা ছিল তারা বলে পুরপুরি তালাক দিয়ে দাও। তখন মাগরিবের ওয়াক্ত শেষ হইয়া যাইতেছিল তাই আমি বলি আচ্ছা নামাজ শেষ করি।পরে মেয়ে পক্ষ সবাই চলে যায় এবং আমি নামাজ শেষ করে আসার সময় কাজি বলে মুখের তালাক টা পুরোপুরি দিয়ে যাও।তারপর কাজী স্ত্রীর নাম উল্লেখ করে ” এক তালাক, দুই তালাক, তিন তালাক বায়েন দিলাম ” বলতে বলে এবং আমিও বলি।
এখন প্রশ্ন হচ্ছে খোলা তালাকের কাগজে স্বাক্ষর দেওয়ার পর মুখে এক তালাক দেওয়ায় কী এক তালাক বাইন হয়ে খোলা তালাক হয়ে গেছে? এবং যদি খোলা তালাক হয়ে থাকে তাহলে পরবর্তী তিন তালাক কি পতিত হবে?নাকি ঐ তিন তালাক দ্বারাও খোলা তালাক হবে?
আসলে খোলা তালাক হইছে না আমার কর্তৃকই তালাক হইছে?
এক্ষেত্রে স্বামী – স্ত্রী পুনরায় সংসার করতে চাইলে করনীয় কী এবং কোন পথ কি আছে?
দয়া করে বিস্তারিতভাবে জানালে একটু উপকৃত হতাম।