As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6572

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 18 Dec 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম স্যার। আমি যদি আমার শ্বশুর শাশুড়ী কে অসম্মান না করে কিছু কারণে তাদের সাথে কথা না বলি সেটা কি ধরনের গুনাহ হবে? আর কিছু কারণের মধ্যে আমার বাবা মা কে অসম্মানের বিষয় থাকে এবং আমি মন থেকে বিষয়গুলো মানতে না পারি তাই কথা বলা বন্ধ করি।
স্যার আমাকে একটু বলুন এটা কতোটুকু অন্যায় ও কি করা উচিত? জাজাকাল্লাহ খাইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। একেবারে কথা বন্ধ করবেন না।  খুব বেশী কথা না বললেও সালাম বিনিময় করবেন। টুকটাক দুয়েকটা কথা বলবেন। এতেই তারা আপনার মনোভাব বুঝতে পারবে। যদি ভাল হওয়ার ইচ্ছা থাকে ভাল হয়ে যাবে। তবে তারা আপনার পিতা-মাতাকে অসম্মান করে এমন সুযোগ দিবেন না।