As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6569

সুদ-ঘুষ

প্রকাশকাল: 18 Dec 2023

প্রশ্ন

আমার স্বামী একটি সরকারি ব্যাংকে নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। এটা ব্যংকের লেনদেন সংক্রান্ত নয়। কিন্তু যেহেতু ব্যাংক তাই আমরা সবসময়ই দ্বিধার মধ্যে থাকি যে উপার্জন হালাল হচ্ছে কিনা। এবিষয়ে যদি কিছু বলতেন?

উত্তর

সুদ ভিত্তিক কোন ব্যাংকে নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করা জায়েজ হবে না। সরাসরি সুদ বা হারাম কাজে জড়িত না হলেও এই কাজ “স্পষ্ট হারাম” কাজে সহযোগিতা । এই সহযোগিত নিষিদ্ধ।  আল্লাহ তায়ালা বলেছেন,ولا تعاونوا على الإثم والعدوان মন্দকর্ম ও সীমালংঘনের কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। সূরা মায়েদা, আয়াত নং ২। তাছাড়া তিনি যে বেতন পান তা সম্পূর্ণ সুদের লাভ থেকে প্রাপ্ত টাকা। সুদ ভিত্তিক ব্যাংকের উপার্জনের একমাত্র উৎস হচ্ছে সুদ। তাই এই চাকুরী থেকে প্রাপ্ত অর্থ হালাল নয়।