আস-সালামু আলাইকুম। পর্দা করেনা এমন নারীর কাছে কোন পণ্য কেনা কি জায়েজ হবে? কিনে ফেললে কি সে হালাল পণ্য হারাম হবে? আমি একটি কোচিং সেন্টারে ভর্তি হতে গেলে সেখানে একটি নারী অফিসের দায়িত্বে ছিলেন যিনি ঠিকমত পর্দা করেননি এমতামস্থায় আমাকে তার সাথে কথা বলতে হয়েছে এবং তার মাধ্যমে ভর্তি হতে হয়েছে এতে কি কোন সমস্যা আছে? আমার জন্য কি সে কোচিং করা হারাম হবে? আমার বিষয়টি সম্পর্কে সঠিক জ্ঞান নেই তাই আপনাদের কাছে জানতে চাই।