আস-সালামু আলাইকুম প্রিয় শায়েখ আশা করছি ভালো আছেন। আল হামদুলিল্লাহ আমিও ভালো আছি। শায়েখ আমার একটা জিজ্ঞাসা ছিল– নিচের কয়েকটি হাদিস লক্ষ্য করুন–
قَالَ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي قَبْلَ العَصْرِ أَرْبَعَ رَكَعَاتٍ، يَفْصِلُ بَيْنَهُنَّ بِالتَّسْلِيمِ عَلَى المَلائِكَةِ المُقَرَّبِينَ، وَمَنْ تَبِعَهُمْ مِنَ المُسْلِمِينَ وَالمُؤْمِنِينَ . رَوَاهُ التِّرمِذِيُّ، وَقَالَ: حَدِيثٌ حَسَنٌ
১. বাংলা অর্থ: আলী ইবনে আবী তালেব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের ফরয নামাযের আগে চার রাকাত সুন্নত পড়তেন। তার মাঝখানে নিকটবর্তী ফেরেশতাবর্গ ও তাদের অনুসারী মুসলিম ও মুমিনদের প্রতি সালাম পেশ করার মাধ্যমে পার্থক্য করতেন।’ (অর্থাৎ চার রাকআতে দু’ রাকআত পর পর সালাম ফিরতেন। [তিরমিযী ৪২৯, ইবনু মাজাহ ১১৬১]
আরবি হাদিস: وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: «رَحِمَ اللهُ امْرَءاً صَلَّى قَبْلَ العَصْرِ أَرْبَعاً». رواه أبُو دَاوُدَ وَالتِّرمِذِيُّ، وَقَالَ: حَدِيثٌ حَسَنٌ.
২. বাংলা অর্থ: ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ সেই ব্যক্তির ওপর রহম করুন, যে ব্যক্তি আসরের পূর্বে চার রাকাত সুন্নত পড়ে।” [আবূ দাউদ ১২৭১, তিরমিযী ৪৩০
শায়েখ এই হাদিস দুইটির মান কি সহিহ? এই হাদিসের উপর আমল করা যাবে কি? এই হাদিস দুইটির মান কি সহিহ?