As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6538

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 18 Dec 2023

প্রশ্ন

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার পিতা মারা গেছেন অনেক বছর আগে, মা বর্তমানে জীবিত আছেন, আমরা সাত ভাই-বোন, ৩ভাই ৪বোন, আমি সবার ছোট। আমরা যৌথ পরিবার, সব বোনদের বিয়ে হয়ে গেছে, মেজ ভাই যেখানে চাকরী করে সেখানেই স্ত্রী-পুত্র-কন্যা নিয়ে থাকে। বড় ভাই, আমি, মাসহ বাকিরা বাড়িতে থাকি। বড় ভাই রিটায়ার্ড পারসন, বর্তমানে ব্যবসা ও ঘের (জলকর) থেকে উপার্জন করে। আমি এখন পর্যন্ত বেকার, একটা কলেজে প্রভাষক হিসেবে অন্তর্ভুক্ত আছি তবে বেতন নেই। আমার স্ত্রী ও একটি ছেলে আছে।

আমার মা একদিন আমার বড় বোনকে বলেছে যে  আমাকে তার নামে রেকর্ডকৃত দেড় বিঘা জমি থেকে এক বিঘা দিতে চায়, তোমরা সব ভাই-বোন আলোচনা করে মতামত দাও। আলোচনা শেষে সবাই হ্যাঁ সূচক মতামত দেয়। সিদ্ধান্ত হয় যে আমাকে আলাদা করে দেয়া হবে এবং সংসার খরচ নির্বাহ করার জন্য মায়ের প্রস্তাবকৃত এক বিঘা জমি আমার নামে দলীল করে দয়া হবে। আমিও আলাদা হতে চাই। উল্লখ্য যে, মায়ের নামে অন্যান্য জায়গায় বিভিন্ন দাগে আরও জমি আছে রেকর্ডকৃত।

এমতাবস্থায় মা কি তার নামে রেকর্ডকৃত একটি দাগের জমি থেকে আমাকে এক বিঘা জমি হেবা করতে/ দিতে পারবে? শরীয়তের বিধান অনুযায়ী এর সমাধান জানালে খুবই উপকৃত হব।

বিঃ দ্রঃ- যদি শরীয়তে কোন বাধা থাকে/ নিষেধ থাকে তবে আমি ঐ জমি নিতে চাই না, তবে বাধা/নিষেধ না থাকলে নিতে আমার কোন আপত্তি নেই।
দয়া করে ইমেইলে প্রশ্নের উত্তর পাঠাবেন। তাহলে কৃতজ্ঞ থাকবো। আল্লাহ হাফেজ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, উক্ত জমি নেওয়া আপনার জন্য জায়েজ হবে। পিতা-মাতা ইচ্ছা করলে বিশেষ কোন কারণ থাকলে কোন সন্তানকে কিছু অরিরিক্ত সুযোগ-সুবিধা দিয়ে যেতে পারে। তবে বিনা কারণে এমন করা উচিত নয়।