আস-সালামু আলাইকুম, আমি অনলাইন জুয়া থেকে ১ কোটি টাকা আয় করেছি। অনেক আগে তওবা করে সে পথ থেকে ফিরে এসেছি। এখন আমি ঐ ১কোটি টাকা ও আমার হালাল ইনকাম দিয়ে ব্যাবসায়ের মাধ্যমে শতভাগ হালাল ইনকামের চেষ্টা করছি। জুয়া থেকে উপার্জিত ওই ১ কোটি টাকা ব্যাবসায় বিনিয়োগ করার কারনে আমি এক সঙ্গে ওই টাকা গুলো সওয়াবের নিয়ত ছাড়া দান করতে পারছি না। ওই টাকা ব্যাবসায় খাটানোর কারনে ওই টাকার বিপরীতে আমার মুনাফা আসতেছে। এখন আমি যদি ভেঙ্গে ভেঙ্গে ১ কোটি টাকা দান করি তাহলে কি আমি শরিয়া মোতাবেক ঠিক আছি? অনুগ্রহ করে উত্তর জানাবেন। আল্লাহ তায়ালা আপনাকে উত্তম জাজা দান করুক। ধন্যবাদ