As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6530

পবিত্রতা

প্রকাশকাল: 18 Dec 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি আর্মি তে চাকরি করি এইখানে সকালে এবং বিকালে হাফ প্যান্ট পরে পিটি করতে হয়। এইটার জন্যে সেনাপ্রধান কেও রিকোয়েস্ট করা হইছে, তারা মানে না। আমি বুঝতে পারি এই চাকরি আমার জন্যে জায়েজ না। কিন্তু আমার পক্ষে সম্ভবও না এইটা ছেড়ে দেয়া। আমার পুরো পরিবারের দায়িত্ব আমার কাছে আমি এখন কি করবো।

উত্তর

একটা মুসলিম দেশের সেনা বাহিনীতে এই ধরণের নিয়ম খুবই দু:খজনক। এর জন্য  কর্তৃপক্ষ দায়ী হবে। অনিচ্ছা সত্ত্বেও কোন সেনা কর্মীরা বাধ্য হয়ে এমনটা করলে তাদেরকে আল্লাহ তায়ালা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তবে এই নিয়মটি কর্তৃপক্ষ যেন বাদ দেন, সেটা করার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাবেন।