As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6528

পোশাক-পর্দা

প্রকাশকাল: 18 Dec 2023

প্রশ্ন

আমি একজন HSC পরীক্ষার্থী, ১৭ই আগস্ট আমাদের ফাইনাল পরীক্ষা। কিন্তু আমার প্রস্তুতি খুবই খারাপ, কারণ এই ধরনের বিষয় পড়তে আমার একদম ভালো লাগে না এবং বিজ্ঞান বিভাগের ছাত্রী হয়েও আর্থিক সমস্যার কারণে প্রাইভেট পড়তে পারিনি। কলেজ জীবনটাকে আমার কাছে জাহান্নামের মতো মনে হয়, কারণ প্রত্যেকদিন বাসে উঠা, হাজারো ছেলেদের সামনে দিয়ে কলেজে প্রবেশ করতে খুব খারাপ লাগে। এখন আমি এই জাহান্নাম থেকে মুক্তি চাই। যদি পরীক্ষায় ফেল করি, তাহলে আরো ১বছর এই জাহান্নামে থাকতে হবে। এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, পরীক্ষার সময় আমি কি নকল গ্রহণ করতে পারবো?

উত্তর

পর্দা রক্ষা করা ফরজ। যদি কোন কাজ করতে গেলে পর্দা রক্ষা না হয় তাহলে সে কাজ করা জায়েজ নেই। পড়াশোনা, চাকুরী কোন কিছুই জায়েজ হবে না যদি পর্দার রক্ষা করার সুযোগ না থাকে। দ্বিতীয়ত পড়াশোনার মাধ্যমেই পরীক্ষায় পাস করতে হবে। নকল করা সম্পূর্ণ অবৈধ। পাশ করার মত পড়া শোনা করার যথেষ্ট সময় এখনো আছে। আপনার যদি পড়াশোনা ভাল না লাগে অভিভাবকদের বিষয়টি জানান। পর্দার বিষয়টি নিয়েও তাদের সাথে আলোচনা করুন।  ইসলাম অনুযায়ী চলার জন্য করার প্রয়োজন তা করবেন।