As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6526

জায়েয

প্রকাশকাল: 18 Dec 2023

প্রশ্ন

হাফপ্যান্ট পড়ে ফুটবল খেলা যাবে কি?

উত্তর

না, হাফ প্যান্ট পরে ফুটবল বা অন্য কোন খেলা করা যাবে না। হাঁটু থেকে নাভীর পর্যন্ত অনাবৃত করা জায়েজ নেই। রাসূলুল্লাহ সা. বলেছেন, فَلَا يَنْظُرَنَّ إِلَى شَيْءٍ مِنْ عَوْرَتِهِ، فَإِنَّ مَا أَسْفَلَ مِنْ سُرَّتِهِ إِلَى رُكْبَتَيْهِ مِنْ عَوْرَتِهِ» তাদের কেউ যেন অন্যের সতরের কিছু না দেখে। পুরুষের নাভির নিচ থেকে তার উভয় হাটু পর্যন্ত হল সতর। মুসনাদু আহমাদ, হাদীস নং ৬৭৫৬। হাদীসটি হাসান।