As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6525

সালাত

প্রকাশকাল: 18 Dec 2023

প্রশ্ন

দীর্ঘদিন যাবত আমি একটা টি-শার্ট ব্যবহার করছি। হঠাৎ একদিন চোখে পড়লো টি-শার্টে ছোট একটি প্রানীর অববয় টাইপ কিছু একটা। এখন আমার কথা হচ্ছে এই টি-শার্ট পড়ে নামাজ পড়া যাবে কি? হাদিসের রেফারেন্স সহ জানালে খুব খুব উপকৃত হবো।

উত্তর

প্রাণীর ছবি সর্বাবস্থায় নিষিদ্ধ। নিষিদ্ধ বস্তু নিয়ে নামায পড়া মাকরুহ। প্রাণীর ছবি বিশিষ্ট কোন পোশাক পরা যাবে না। নামাযের বাইরেও না, ভিতরেও না, কখনোই না। প্রাণীর ছবি আছে  এমন কোন জিনিস ব্যবহারও করা যাবে না। রাসূলুল্লাহ সা. বলেছেন, إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللهِ يَوْمَ الْقِيَامَةِ الْمُصَوِّرُونَ- আল্লাহর নিকট ছবি মূর্তি অংকন কারীর সবচেয়ে কঠিন শাস্তি হবে। সহীহ বুখারী, হাদীস নং ৫৬০৬। عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَدِمَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ سَفَرٍ وَقَدْ سَتَرْتُ بِقِرَامٍ لِي عَلَى سَهْوَةٍ لِي فِيهَا تَمَاثِيلُ فَلَمَّا رَآهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَتَكَهُ وَقَالَ أَشَدُّ النَّاسِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ الَّذِينَ يُضَاهُونَ بِخَلْقِِ اللهِ. আয়েশা (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ সা. কোন এক সফর হতে আসলেন, এমতাবস্থায় আমি একটি ছবিপূর্ণ পর্দা তাকের উপর দিয়ে রেখেছি। রাসূলুল্লাহ সা. তা দেখে ছিঁড়ে টুকরা করে দিলেন এবং বললেন, ‘যারা ছবি-মূর্তি অংকন করে ক্বিয়ামতের দিন তাদের কঠিন শাস্তি হবে’। সহীহ বুখারী, হাদীস নং ৫৬১০।