As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6524

পবিত্রতা

প্রকাশকাল: 18 Dec 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম শায়েখ। আমার প্রশ্নটা হলো আমার শরীরে অনেক জায়গায় শ্বেতী দাগ আছে এবং সেটা মুখে দেখা যা। যা দেখতে অনেক খারাপ দেখায় তাই আমি সেটা কালার করে ফেলি।  যেভাবে ট্যটু করে ঠিক সেভাবে করা হয়। শুধু ট্যটু করে কালো কালার দিয়ে আমারটা করা হয় বাদামী কালার দিয়ে। এখন আমার কি ওযু, গোসল হবে কিনা। এটা নিয়ে একটু চিন্তিত আছি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, ট্যাটু করে কালার করলে জায়েজ হবে না। এমন করলে ওযু, গোসল  হবে না। তবে কলমের কালি জাতীয় কোন কালি দিয়ে কালার করলে সমস্যা নেই। বহু মানুষের এমন দাগ থাকে। এটা নিয়ে এতো চিন্তিত হওয়ার কিছু নেই। ট্যাটু করতে যাবেন না।