As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6523

সালাত

প্রকাশকাল: 18 Dec 2023

প্রশ্ন

আসসালামু আলায়কুম, আমার এক বন্ধু ঈদের নামাজ ১২ তাকবীরে পড়ার জন্য নিজের এলাকার স্থান ছেড়ে প্রায় ৬ কিঃমি দূরে গিয়ে সালাত আদায় করেছেন, আমি নিষেধ করি এইভাবে ঈদের সালাত আদায় করা ঠিক নয়, ঈদের সালাত বন্ধু বান্ধব চাচা, বাবা এদের সাথেই পড়া উচিৎ আর ১২ তাকবীরের জন্য তুই জাচ্ছিস একেবারেই ভুল সিদ্ধান্ত যেখানে ৬ তাকবীরও সহীহ।

উত্তর

ঈদের সালাত ৬ বা ১২ তাকবীরে আদায় করা যায়। ১২ তাকবীরে ঈদের সালাত আদায় করার মাধ্যমে যদি কারো মন অধিকতর প্রশান্ত হয় তাহলে ১২ তাকবীরে সালাত অদায় করতে কোন সমস্যা নেই। কিছুটা দূরে গিয়েও আদায় করতে পারে। এই নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই। যদি কারো কাছে ১২ তাকবীরে পড়া অধিকতর বিশুদ্ধ মনে হয় সে ১২ তাকবীরে পড়বে, এতে কোন সমস্যা নেই।