As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6518

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 18 Dec 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম শায়েখ আশা করছি ভালো আছেন, আল-হামদুলিল্লাহ আমিও ভালো আছি। শায়েখ আমার একটি প্রশ্ন ছিল আর সেটি হলো, আমি গত ৪ মাস হয়েছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। সেই সময় বিয়েতে  অনেক খরচ হওয়ার ফলে ওলিমা বা বউ ভাতে অনুষ্ঠান করার মত আমার কাছে তেমন টাকা পয়সা বা সামার্থ ছিলো না। এখন আমি আরো ছয়মাস পরে বা আগে ওলিমা বা বউ ভাতে অনুষ্ঠান করতে চাচ্ছি। সেটা কি করা যাবে?  আর করলেও কাদের নিয়ে করতে পারবো? কুরাআন ও সুন্নাহের আলোকে উত্তর প্রদান করলে খুব খুব উপকৃত হতাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, এখন ওলীমা অনুষ্ঠান করতে পারেন। আপনার এবং আপনার স্ত্রীর পরিবারের সদস্যরা, আপনাদের আত্মীয়রা, বন্ধুরা, শুভাকাঙ্খীরা, গ্রাম বা সমাজের সব ধরণের মানুষেরা ওলীমা অনুষ্ঠানে অংশগ্রহন করতে পারবে।