As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6510

অর্থনৈতিক

প্রকাশকাল: 26 Nov 2023

প্রশ্ন

আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। একটি কোম্পানিতে প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কাজ করি। প্রতি ঈদের সময় আমার দায়িত্বরত প্রকল্পের বিভিন্ন কন্ট্রাক্টরা বিভিন্ন উপহার ও ক্যাশ দিয়ে থাকেন (আমকে জানিয়ে বা না জানিয়ে)। আমার জন্য এই টাকা নেওয়া কি হালাল না হারাম। 

উত্তর

মনে হচ্ছে উক্ত টাকা বা উপহার তারা আপনাকে দেয় এই প্রত্যাশায় যে, আপনি তাদেরকে অন্যায্যভাবে কিছু সযোগ সুবিধা দিবেন। এটা যদি হয় তাহলে নেয়া হালাল হবে না। এর বাইরে কেউ কাউকে উপহার হিসেবে কিছু দিলে বা টাকা দিলে নেয়া জায়েজ।