As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6501

জায়েয

প্রকাশকাল: 17 Nov 2023

প্রশ্ন

ইসলামিক শরিয়াত মোতাবেক শরীরে ট্যাটু করা যাবে আমাদের মুসলিম হিসেবে?

উত্তর

শরীরে ট্যাটু আঁকা স্পষ্ট হারাম কাজ। এগুলো অমুসলিমদের কালচার। শরীরে ট্যাটু থাকলে অযুও সঠিক হয় না, তাই সালাত-নামাযও অদাায় করা যায় না। عن أبي هريرة رضي الله عنه  عن النبي صلى الله عليه و سلم قال  لعن الله الواصلة والمستوصلة والواشمة والمستوشمة আবু হুরায়রা রা. থেকে বর্ণিত রাসূলুল্লাহ সা. বলেন ‘‘যে ব্যক্তি নিজে পরচুলা লাগায় এবং যে অন্যের কাছে লাগিয়ে নেয় এবং যে নিজে উল্কি আঁকে এবং উল্কি লাগিয়ে নেয় আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেন।’’ সহীহ বুখারী, হাদীস নং ৫৫৯৩। অন্য হাদীসে আছে, ইবনে উমার রা. বলেন عن ابن عمر قال لعن النبي صلى الله عليه و سلم الواصلة والمستوصلة والواشمة والمستوشمة ‘‘যে ব্যক্তি নিজে পরচুলা লাগায় এবং যে অন্যের কাছে লাগিয়ে নেয় এবং যে নিজে উল্কি আঁকে এবং উল্কি লাগিয়ে নেয় নবী সা. তাদেরকে অভিসম্পাত করেন।’’ সহীহ বুখারী, হাদীস নং ৫৬০৩