আস-সালামু আলাইকুম। কুরবানীর মাংস কি তিন ভাগ করতেই হবে।অনেকেই অনুমান করে গরীবের অংশ দিয়ে থাকে।আবার অনেকে বলে আত্নীয়ের ভাগ প্রয়োজন নেই। এটা তো আমাদের বাসায় খাবেই।
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। তিন ভাগ করা মুস্তাহাব। সওয়াবের জন্য এটা উপযোগী। না করলে কুরবানী সহীহ হবে না, এরকম না। আত্মীয়রা যদি বাসায় এসে খায় তাহলে এটা আত্মীয়দের ভাগেরই অংশ হবে। যদি বেশী সওয়াব অর্জনের ইচ্ছা থাকে তাহলে আত্মীয়দের আরো বেশী দান করবে।