As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6476

ঈদ কুরবানী

প্রকাশকাল: 23 Oct 2023

প্রশ্ন

আস-সালামু আলায়কুম, দুই ভাই মিলে একটা গরু কোরবানী দেওয়া যাবে কিনা? যদি না যায় তাহলে কি কোন উপায় আছে দুইভাই মিলে কোন কোরবানী দেওয়ার?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, দুই ভাই মেলে একটা গরু কুরবানী দেওয়া যাবে। একটা সর্বোচ্চ সাত জন মিলে কুরবানী দেওয়া যায়। সুতরাং দুই ভাই মিলে একটা গরু কুরবানী দিতে কোন সমস্যা নেই।