আস-সালামু আলাইকুম হুজর, মক্কা মদিনায় জামায়াতে আজানের পর অনেকে ২ রাকাত সুন্নত আগে পড়তে দেখা যায় এটা কি সঠিক? এবং ফরজ সালাতের পর সবাই চলে যায়। মক্কা মদিনায় প্রায় প্রতি ওয়াক্তে ফরজ সালাতের পরে জানাজার নামাজ হয় এবং এই জানাজায় কি মেয়েদের শরিক হতে হয়? সে সময়ে হজ্জের সময় কি সফর হিসেবে কসর নামাজ পড়তে হয়? নাকি রেগুলার সালাতের মতো পড়বে জানালে উপকৃত হতাম।