As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6472

আকীদা

প্রকাশকাল: 19 Oct 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম হুজর, মক্কা মদিনায় জামায়াতে আজানের পর অনেকে ২ রাকাত সুন্নত আগে পড়তে দেখা যায় এটা কি সঠিক? এবং ফরজ সালাতের পর সবাই চলে যায়। মক্কা মদিনায় প্রায় প্রতি ওয়াক্তে ফরজ সালাতের পরে জানাজার নামাজ হয় এবং এই জানাজায় কি মেয়েদের শরিক হতে হয়? সে সময়ে হজ্জের সময় কি সফর হিসেবে কসর নামাজ পড়তে হয়? নাকি রেগুলার সালাতের মতো পড়বে জানালে উপকৃত হতাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, আযানের পর দুই রাকআত সালাত আদায় করা সুন্নাহ সম্মত। জানাযার সালাতে মহিলাদের অংশ গ্রহনের নযির রাসূলুল্লাহ সা. বা সাহাবীদের যুগে খুব একটা পাওয়া যায় না।  বাড়িতে বা মসজিদে জানাযার সালাতে মেয়েরা অংশগ্রহন করতে পারে বলে আলেম ও ফকীহরা বলেছেন। হজ্বের সফর যদি ১৫ দিনের কম হয় তাহলে একাকী ফরজ সালাত আদায় করলে কসর করতে হবে। তবে স্থানীয় ইমামের পিছনে জামাতে সালাত আদায় করলে কসর করতে হয় না, চার রাকআতই আদায় করতে হয়। ১৫ দিন বা তার চেয়ে বেশী দিন একই শহরে থাকলে কসর করা যাবে না। বিস্তারিত জানতে আরো জানতে