আস-সালামু আলাইকুম, আমি সরকারি চাকুরি করি। আমার অফিসে বেশকিছু ফাঁকা রুম রয়েছে। আমি আমার অফিসের বসকে বলে একটা রুমে অনেকদিন ধরে বসবাস করছি এবং বিদ্যুত বিল বাবদ ৫০০/- করে দিয়ে আসছি। উল্লেখ্য সরকার কতৃক আমার জন্য কোনো আবাসন বরাদ্দ নেই কিন্তু আবাসন বাবদ বেতনের সাথে টাকা পাই। এমতাবস্থায় ঐ রুমে অবস্থান করা কি বৈধ হচ্ছে এবং এযাবত আবাসন বাবদ প্রাপ্ত টাকা কি যায়েজ হচ্ছে? যদি নাজায়েজ হয়ে থাকে, পরিত্রাণের উপায় জানতে চাই।