As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6466

অর্থনৈতিক

প্রকাশকাল: 13 Oct 2023

প্রশ্ন

আবদুল্লাহ জাহাঙ্গীর (রা) এর প্রকাশিত হাদিস যেমন : রাহে বেলায়াত, খুতবাতুল ইসলাম ইত্যাদি বইগুলোর হাদিস মিলে না কেন? আর বুখারি, মুসলিম কোন প্রকাশনী থেকে তিনি সাধারণত লিখে থাকেন?

উত্তর

প্রতিটি বইয়ের শেষে একটা বইয়ের নামের তালিকা আছে। সেখানে লেখা আছে কোন প্রকানশনীর  হাদীসের কিতাব থেকে তিনি রেফারেন্স দিয়েছেন। সেই প্রকানশনীর কিতাব দেখতে হবে। সংস্করণের সালও অনেক সময় লেখা থাকে। সংস্করণের সালটাও মিল থাকা জরুরী। সকল হাদীসই আরবী কিতাব থেকে নেওয়া, বাংলা কোনে হাদীসের কিতাবের সাথে মিল না থাকাটাই স্বাভাবিক।