As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6463

সালাত

প্রকাশকাল: 10 Oct 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। একটা হাদিসে পড়লাম সিজদা সাহুর নিয়ম, শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ শরিফ এবং দোয়া মাছুরা পড়ার পর দুইটা সিজদা দেয়ার পর দুই দিকে সালাম ফিরানো। এভাবে করাটা আমার জন্য সহজ হয়। নিয়মটা কি ঠিক আছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, সাজদায়ে সাহুর এটাও একটা সঠিক নিয়ম। অনেক ফকীহ এভাবে করতে বলেছেন। এই নিয়মটিও সহীহ হাদীস দ্বারা প্রমাণিত।