As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6458

নামায

প্রকাশকাল: 5 Oct 2023

প্রশ্ন

নামজে কেরাত দীর্ঘ করার জন্য একই রাকাতে সুরার ক্রমধারা ঠিক রেখে একাধিক সুরা বা সুরার অংশ পড়া যাবে কিনা? যেমন ইয়াসিন পড়ে একই রাকাতে হাশর কিংবা মূলক পড়া যাবে কি না?

উত্তর

জ্বী, সালাতে একই রাকআতে একাধিক সূরা বা সূরার অংশ পড়া যাবে।