মেয়েদের সামনে চুল কাটা কি জায়েজ? শুধু স্বামিকে দেখানোর জন্য?
উত্তর
যদি পর পুরুষকে দেখানোর উদ্দেশ্যে চুল কাটে, বিধর্মীদের স্টাইলকে নকল করে চুল কাটে, পুরুষদের স্টাইলে চুল কাটে, স্বামী ছাড়া অন্যকে খুশি করার জন্য চুলকাটে তাহলে সকল আলেমের মতে হারাম হবে। তবে যদি স্বামীকে খুশি করার জন্য চুল সামান্য কাটে তাহলে জায়েজ হবে। হাদীসে আছে, وَكَانَ أَزْوَاجُ النَّبِىِّ -صلى الله عليه وسلم- يَأْخُذْنَ مِنْ رُءُوسِهِنَّ حَتَّى تَكُونَ كَالْوَفْرَةِ নবী সা. এর স্ত্রীগণ চুল কাটতেন, এমনকি ওফরাহ এর মত হয়ে যেত। সহীহ মুসলিম, হাদীস নং৭৫৪। ওফরাহ বলা হয়, الشعر الذي يزيد على المنكبين قليلا . وقيل : يصل إلى شحمة الأذنين এমন চুল যা কাধের উপর সামান্য বৃদ্ধি পায় কিংবা যা কানের লতি পর্যন্ত পৌছে। বিস্তারিত জানতে দেখুন