As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6451

হালাল হারাম

প্রকাশকাল: 28 Sep 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। ১। আমার বাবা একটি কলেজে চাকরি করেন এর পাশাপাশি কলেজের সময়ের বাইরে একটি কে.জি স্কুলেও শিক্ষকতা করেন। আমি একজনকে বলতে শুনেছি একই সাথে দুটি প্রতিষ্ঠানে চাকরি করা নাকি বেআইনি। এই কথাটির সত্যতা কতটুকু। আমার বাবা কি একই সাথে দুটি প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন এতে বেতন কি হালাল হবে? ২.আমার বাবা যে কলেজে চাকরি করেন সেখানে তিনি তার ক্লাস নিয়েই চলে আসেন কিন্তু মূলত অফিসটাইম আরও বেশি যদিও কেউই এটা মান্য করেনা প্রায় সবাই চলে যান নির্ধারিত সময়ের আগেই। কতৃপক্ষ হতে শিথিলতা রয়েছে। এমতাবস্থায় আমার বাবার কি এতে ভুল হচ্ছে? তার বেতন কি হালাল হচ্ছে? যদি হারাম হয় তবে ছেলে হিসেবে আমার করনীয় কি?

উত্তর

ওয়া আলাইকুুমুস সালাম। কলেজ কর্তৃপক্ষ থেকে বা সরকার থেকে যদি এমন নিয়ম থাকে যে, এই কলেজে শিক্ষকতা করা অবস্থায় অন্য কোথাও শিক্ষকতা করতে পারবে না তাহলে অন্য কোন প্রতিষ্ঠান চাকুরী করা বৈধ হবে না।

অফিস টাইমপুরো করেই তার আসা উচিৎ। আগে চলে আসা ঠিক নয়। পিতার থেকে ইসলাম বিরোধী কিছু প্রকাশ পেলে সন্তানের উচিৎ সাধ্যমত তাকে বুঝানো।