আস-সালামু আলাইকুম। আমি ব্যাংকক থাকি। এখানে একটি ইউনিভার্সিটি মসজিদ আছে। যেখানে মাঝে মাঝে ফজরে কোন মুসল্লী আসে না। এবং মসজিদে কোন ইমাম, খতিব, খাদেম কেউই নেই। যেহেতু এটি একটি নন মুসলিম কান্ট্রি, স্টুডেন্ট কমিটির মুসলিম এসোসিয়েশন মসজিদটি পরিচালনা করছে। এবং জুমার নামাজসহ মসজিদটিতে বাকি ওয়াক্ত সুন্দর সাবলীলভাবেই পরিচালনা করা হয়। আমার প্রশ্ন হল, এক্ষেত্রে শরীয়তের শাস্তি কি, যেহেতু মাঝে মাঝে একটি ওয়াক্তে কোন মুসল্লি মসজিদে আসছে না এবং যেহেতু আমি এই ব্যাপারটি অবগত আছি, এক্ষেত্রে আমার কোন করণীয় আছে কিনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।