আমার স্বামী ঋণগ্রস্ত। বর্তমানে কর্মের জন্য অন্য শহরে আছে। প্রায় আট মাস যাবৎ আমাদের দেখা নেই। ছেলে বাবাকে দেখার জন্য পাগল প্রায়। কিন্তু আমার বাড়ি থেকে কিছুতেই তাঁর সাথে দেখা করতে দিচ্ছে না তার চলে যাওয়ার পর থেকে আমি সন্তানসহ বাবার বাড়িতে আছি। আমরা দুজনেই কষ্ট পাচ্ছি। আবার আমার পরিবারের একরোখা স্বভাবের জন্য দেখা করতেও পারছি না। এমতাবস্থায় করণীও কি? কেননা ঋণ পরিশোধ না করে, খরচের কথা বিবেচনায় একসাথে থাকতে পারছি না। তবে আমার পরিবার চাইলে মাঝে মধ্যে আমরা দেখা করতে পারি।কিন্তু বাবা-মা চায় সম্পর্ক না থাকুক।