As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6443

জায়েয

প্রকাশকাল: 20 Sep 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, পা ধরে সালাম করা নিয়ে কিছু জানতে চাই। তাদেরকে পা ধরে সালাম করা যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সালাম মুখে দিতে হবে। রাসূলুল্লাহ সা. সালাম মুখে দেওয়া শিখিয়েছেন। পা ধরে সালাম বলতে ইসলামে কিছু নেই। এটা একটা কুপ্রথা। এটা বর্জন করতে হবে।