বর্তমানে বাসা বাড়িতে টিকটিকির উপদ্রব অনেক বেশি। টিকটিকির উপদ্রব থেকে বাঁচার কোন উপায় ও নেই। যেখানে সেখানে যেকোন সময় টিকটিকির বিষ্টা পাওয়া যায়। আমার প্রশ্ন হচ্ছে বিছানা বালিশে বা কাপড়ে টিকটিকির বিষ্টা লাগলে কাপড়টা কি নাপাক হয়ে যাবে? পুরোটা কি পানি দিয়ে পরিষ্কার করা বাধ্যতামূলক?