As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6429

পবিত্রতা

প্রকাশকাল: 6 Sep 2023

প্রশ্ন

বর্তমানে বাসা বাড়িতে টিকটিকির উপদ্রব অনেক বেশি। টিকটিকির উপদ্রব থেকে বাঁচার কোন উপায় ও নেই। যেখানে সেখানে যেকোন সময় টিকটিকির বিষ্টা পাওয়া যায়। আমার প্রশ্ন হচ্ছে বিছানা বালিশে বা কাপড়ে টিকটিকির বিষ্টা লাগলে কাপড়টা কি নাপাক হয়ে যাবে? পুরোটা কি পানি দিয়ে পরিষ্কার করা বাধ্যতামূলক?

উত্তর

না, নাপাক হবে না। ধোয়া বাধ্যতামূলকও না। পরিস্কার করার জন্য ধৌত করতে পারেন।