আস-সালামু আলাইকুম। যদি কেউ সকালে এমন সময় ঘুম থেকে উঠে যে সে উযূ করে আসতে আসতে সূর্যদয় শুরু হয় অর্থাৎ সালাতের নিষিদ্ধ সময় শুরু হয়ে যায় তাহলে কি সে ঐ সময়েই ফজরের সালাত আদায় করবে নাকি সালাতের নিষিদ্ধ সময় শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর তা কাযা আদায় করবে?