আস-সালামু আলাইকুম। শায়েখ, বাড়ি থেকে আমার কর্মক্ষেত্র সফর পরিমাণ দূরত্বে। এখন- ১. আমার কর্মক্ষেত্রে যদি ১৫ দিনের কম সময় থাকার নিয়ত করি তাহলে কি নামাজ কসর পড়তে হবে? আমি এখানে বাসা ভাড়া করে থাকি কিন্তু প্রতি সপ্তাহে বাড়ি যাই। ২. আর কর্মক্ষেত্র থেকে বাড়িতে যাওয়ার পথে যদি কোন আত্নীয়ের বাড়িতে থাকি তাহলে কি মুসাফির থাকব নাকি মুকিম হয়ে যাব? আত্নীয়ের বাড়ি থেকে আমার বাড়ি ৩ কিলো ব্যবধান।