আমার প্রশ্ন হলো কুরআনে রাতে ইফতার করতে বলা হয়েছে, মুসনাদে আহমদ ও মুয়াত্তা মালিক হাদিস আছে যখন একবারে অন্ধকার হয়ে যেত তখন ইফতার করত। কিন্তুু বুখারীর, মুসলিম তিরমিজি হাদিসে রাসুল সূর্য ডুবে গেলে ইফতার করতে বলা হয়েছে হঠাৎ এমন পরিবর্তন কেন করা হয়েছে।আমাদের মহল্লার ইমাম সাহেব বলেছেন ইহুদিদের থেকে যখন দেখলেন ইহুদিদের বিপরীত করার জন্য পরিবর্তন করেছেন। প্রশ্ন যিনি কুরআন কে নিজের জীবনের মডেল বানিয়েছেন যাকে জীবন্ত কুরআন বলা হয়েছে তিনি কুরআনের বিপরীত আমল করবেন এটা কিভাবে হয়? ইহুদিরা যদি সঠিক কাজ করে তাহলে বিরোধিতা করার কোন প্রয়োজনীয়তা আছে কি?