As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6411

হালাল

প্রকাশকাল: 19 Aug 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আশা করি ভাল আছেন। আমার প্রশ্ন হল আমি একটা সরকারি চাকরি করি। আমার কাজের পরিধির মধ্যে আমার অনেক সময় তদন্ত করতে হয় এবং পদমর্যাদার কারণে আমাকে তদন্ত কমিটির একজন সদস্য হিসেবে থাকতে হয়। তদন্ত প্রতিবেদন উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করতে হয়। এই উর্দ্ধতন কর্তৃপক্ষ তদন্ত কমিটির কাছ থেকে প্রাপ্ত প্রতিবেদনকে যাচাই-বাছাই করে সর্বোচ্চ কর্তৃপক্ষের নিকট প্রেরন করে।

ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে রিপোর্ট তৈরি করে, সেটা ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানকে তদন্ত রিপোর্টের দিয়ে থাকেন। এরকম একটা তদন্ত প্রতিবেদন শেষ হওয়ার দেড় মাস পরে হঠাৎ একজন আমাকে ফোন দিয়ে জানালেন বিভাগীয় প্রধান কিছু টাকা দিয়ে বলেছেন অর্ধেক আমাকে দিতে আর অর্ধেক ওই অফিসার কে নিতে।

আমি টাকাটা স্যারের কাছ থেকে নিয়ে বিভাগীয় প্রধানের নিকট এ গেলাম এবং স্যারকে বললাম স্যার ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান অথবা তদন্তের কারণে আপনি আমাকে টাকা দিয়ে থাকেলে বা ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে টাকা দিলে আমি এই টাকা নিতে পারব না কারণ আমি অন্যের টাকা বা ঘুস হয় এই ধরনের টাকা নিইনা, ইচ্ছা করলে অনেক টাকা আমি ইনকাম করতে পারি, আমি এগুলা নিইনা, স্যার তখন বললেন না, না, আমি আমার পক্ষ থেকে তোমাকে এই টাকা দিচ্ছি তুমি এটা নাও, কোন অসুবিধা নাই।

আমি বললাম স্যার চিন্তা-ভাবনা করে বলেন।বিভাগীয় প্রধান তাই বেশী মুখে তর্ক বা বেশি কথা বলার সুযোগ ছিল না। আমি আরও কিছু সময় দাঁড়িয়ে থাকলাম এবং আমার আচরণ দিয়ে বুঝানোর চেষ্টা করলাম যে এই টাকা আমি নিতে চাচ্ছি না, তিনি বললেন যে আমরা একটা পরিবারের মতো অসুবিধা নাই। এখন এই টাকা নেয়াটা আমার জন্য বৈধ কিনা বা জায়েজ কিনা জানালে উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যদি আপনার কাছে মনে হয় কোন তদন্ত প্রতিবেদনের দূর্ণীতির মাধ্যমে এই টাকা ঐ সিনিয়র অফিসার পেয়েছেন তাহলে ঐ টাকা নেয়া আপনার জন্য জায়েজ নেই। তিনি চাপাচাপি করলে এবং ঐ টাকা না নিলে চাকুরীর কোন সমস্যা হওয়ার সম্ভাবনা থাকলে মন্দের ভালো হিসেবে যার থেকে টাকা ঐ অফিসার টাকা নিয়েছেন তাকে দিয়ে দিবেন। সম্ভব না হলে কোন গরীব অসহায় মানুষকে ঐ টাকা দিয়ে দিবেন। আর যদি ঐ অফিসার তার নিজের পক্ষ থেকে উপহার হিসেবে টাকা দিয়ে থাকেন, যেটা তিনি বলেছেন, তাহলে এই টাকা নিতে সমস্যা নেই। তবে প্রশ্নের ধরণ দেখে মনে হচ্ছে এটা ঘুষের টাকা, এটা আপনার নেয়া জায়েজ হবে না।