আমাদের বাসায় এক মহিলা কাজ করে এবং তার একটি সন্তান আছে। এখন কি সেই কাজের মহিলা ফেতরা দিবে? আর যদি সে দেয় তাহলে তার ফেতরা সে নিজে দিবে নাকি আমরা তার ফিতরা দিয়ে দিবো?
উত্তর
সেই কাজরে মহিলার যদি যাকাতের নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে যে ফিতরা দিবে। না থাকলে সে ফিতরা নিতে পারবে। তার উপর ফিতরা যদি ওয়াজিব হয় তাহলে তার পক্ষ থেকে অন্য কেউ আদায় করে দিলেও আদায় হয়ে যাবে।