আসসালামু আলাইকুম, আমি অনেক দিন আগে মনে মনে নিয়ত করেছিলাম অমক ব্যক্তি কে সামান্য কিছু টাকা দান করবো। কিন্তু এ বিষয়ে আল্লাহ ছাড়া কেহ জানেন না, এখন আমি কি আমার সিন্ধান্ত চেঞ্জ করে অন্য কাউকে সে টাকাটা দিতে পারবো?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। বিনা কারণে সিদ্ধান্ত পরিবর্তন করার দরকার নেই। কারণ থাকলে ভিন্ন কথা। তবে এমন নিয়ত করার কারণে ঐ ব্যক্তিকেই দিতে হবে বিষয়টি এমন নয়। অন্য যে কাউকেও দিতে পারেন।