As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6383

জায়েয

প্রকাশকাল: 22 Jul 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম শায়েখ। আমাদের এলাকার মসজিদে শবে কদরের রাতে জামাত করে নফল নামাজ পড়ানো হয় রাতে, এটা কি পড়া যাবে? নাকি একা পড়া বেশি উত্তম?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রমজান মাসে রাতে জামাতে নফল নামায পড়তে সমস্যা নেই। যদি কেউ ভালো কুরআন পড়তে পারে তার জন্য একা পড়া উত্তম।