As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6377

বিবাহ-তালাক

প্রকাশকাল: 16 Jul 2023

প্রশ্ন

আমার স্ত্রীর প্রথম বিবাহের ২৫ দিন পরে আমি তাকে কোর্টে দুইজন স্বাক্ষী আর হুজুরের সামনে বিয়ে পড়াই। তার ৫ দিন পরে সে আগের স্বামীকে উকিল মাধ্যমে ডিভোর্স লেটার পাঠায়। পরে তার প্রথম স্বামীর বাড়ির লোকেরা এসে বিয়ের সব মালামাল নিয়ে যায় এবং অঙ্গীকার নামাতে স্বাক্ষর করে চলে যায়।

আল্লাহর কসম আমি জানতাম না যে অন্যের বউকে বিয়ে করা হারাম। আমার তিন বছরের সংসার। একটা দেড় বছরের সন্তান আছে। যখন জানতে পারি আর দেরি করি নাই, বাড়িতে গিয়ে আবার দুইজন হুজুর আর বাবা মা ভাবির সামনে আবার বিয়ে পড়ানো হয়। আমি আল্লাহর আজাবের ভয়ে ভিতরে ভিতরে মরে গেছি। তওবা করেছি অন্তর থেকে। আমার প্রথম বিয়েটা সহিহ হয়নি, এর জন্যে তওবা করলে কি ক্ষমা পাবো?

আর দ্বিতীয়বার বাড়িতে গত মাসে বিয়ে পড়ানো হয়েছে সেটা কি সহিহ হবে কিনা? আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। দয়া করে উত্তর দিয়েন। আমি এখন ভয়ে আমার স্ত্রীর কাছে যাইনা, অনেক ভয় হয়। যদি গত মাসের বিয়ে সহিহ হয় তাহলে আমি যদি স্ত্রীর সম্মতিতে সহবাস না করি তাহলেও কি গুনাহ হবে নাকি? আমাকে সুপরামর্শ দেন দয়া করে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন। অনেক জায়গায় প্রশ্ন করেছি। কেউই উত্তর দিচ্ছে না। আমাকে আল্লাহর ওয়াস্তে সাহায্য করুন।

উত্তর

জ্বী, দ্বিতীয়বার বিবাহ সহীহ হয়েছে। সহবাস করা বা না করা এটা আপনারদের ব্যাপার।