As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 636

অর্থনৈতিক

প্রকাশকাল: 27 Oct 2007

প্রশ্ন

একজন ব্যক্তি, যে ব্যবসা করতে অক্ষম, সে যদি কিছু টাকা পোস্ট অফিসে রাখে এবং ওই টাকার যাকাত প্রদান করে, তাহলে কি ওই টাকা থেকে যে লভ্যাংশ পাওয়া যাবে তা গ্রহণ করা বৈধ হবে?

উত্তর

না, ঐ টাকার লভ্যাংশ সুদ বলে গন্য। তাকে ঐটাকার যাকাত দিতে হবে তবে সুদ নিতে পারবে না।