As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6348

অর্থনৈতিক

প্রকাশকাল: 17 Jun 2023

প্রশ্ন

আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তবে আলহামদুলিল্লাহ আমি এবার নিয়ত করেছি কিছু যাকাত এর টাকা ফান্ড কালেকশনের মাধ্যমে একজন যাকাত প্রাপ্য মানুষের বাসা তৈরী করে দেওয়ার। এমতাবস্থায় আমার কালেকশনে যাকাতের টাকার পাশাপাশি ওনেকের যাকাত এর টাকা অন্য জায়গায় দান করে ফেলার কারনে এই উদ্যোগ টা বাস্তবায়নে কঠিন হয়ে দাড়াচ্ছে। তবে এখন মানুষ অনুদানের মাধ্যমে আমাকে সাহায্য করছে উক্ত ইভেন্ট বাস্তবায়ন করার জন্য! এখন আমার প্রশ্ন হলো আমি যাকাত+ অনুদান ২ টার মাধ্যমে আমার ইভেন্ট বাস্তবায়ন করতে পারবো? নাকি যাকাত এর টাকা আলাদা আর অনুদান এর টাকা আলাদা করে ইভেন্ট বাস্তবায়ন করতে পারবো?

উত্তর

যেহেতু সাহায্যপ্রাপ্ত মানুষটি যাকাত পাওয়ার যোগ্য, সুতরাং যাকাত ও সাধারণ অনুদানের টাকা একত্রে তার বাসা তৈরী করে দিতে কোন সমস্যা নেই। আল্লাহ আপনার এই পরিশ্রম কবুল করে নিন।