আস-সালামু আলাইকুম শায়েখ।। সূরা মায়িদায় বলা হয়েছে “যে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো বানানো আইন মেনে চলে সেই কাফির, সেই মুসরিক, সেই ফাসিক” তাহলে যেই সকল গণতান্ত্রিক দেশে নিজের বানানো আইন দিয়ে দেশ চালায় সেই দেশের জনগণ আবার বিভিন্নভাবে সেই সরকারকে সাহায্য করে যেমন ভোট দিয়ে, সেই দেশে অন্য চাকরির মাধ্যমে সাহায্য করে। এখন কথা হচ্ছে নিজের আইন দিয়ে দেশ চালানোর এই যে গুনাহ এর ভাগ কি সেই দেশের জনগণ এর উপরেও আসবে? আর যদি আসে তাহলে এর কাফফারা কি হবে? কোরআন-হাদিসের আলোকে সমাধান চাই শায়েখ। জাজাকাল্লাহু খইরান