As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6310

বিবাহ-তালাক

প্রকাশকাল: 10 May 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। বিয়ের মহরানা ঠিক হয় ৪৯৯৯৯৯ টাকায়। কন্যার বাবা ছেলেকে কাপড় কেনা বাবদ দেয় ৫০০০০ টাকা। ছেলে সেই টাকায় ১টি চেন ১টি আংটি মহরানা বাবদ ৫০০০০টাকা কাবিনে পরিশোধ দেখায় আর বাকিটা বাকি থাকে। মেয়ে পক্ষ বিয়ের পরে এসব জানতে পারে। এখন প্রশ্ন হল বিয়েটা কি শরিয়ত মোতাবেক সম্পন্ন হল? নাকি হারাম থেকে গেল? ছেলে বলে আমাকে দেয়া গিফটের টাকা সেটা তো আমারিই হল। আমার টাকা দিয়েই চেন আংটি দিলাম। বাকীটা যখন সামর্থ্য হবে দিয়ে দেব। বিয়েটাকি বৈধ হল? এখন ২টি বাচ্চা আছে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, বিয়ে বৈধ। মোহরানা বিয়ের বৈধতাকে আটকাতে পারে না। মোহরনা নির্ধারণ না করলেও বিবাহ হয়ে যাবে। অটোমেটিক মোহর মিছিল নির্ধারণ হয়ে যাবে। ছেলে শ্বশুরের দেয়া উপহার দিয়ে মোহরানা শোধ করতে পারবে। তবে এতো টাকা মোহর নির্ধারণ করা জুলুম। যারা এটা এই ছেলের উপর চাপিয়েছে তারা অত্যাচারী জালেম।