আমরা ৩ ভাই ও ৩ বোন। আমার সৎ মায়ের কোনো সন্তান নেই। আমাদের পিতা মৃত্যুর আগে (আমার বড় ভাইয়ের পরামর্শে) সব জমি আমাদের ভাই-বোনদের নামে হিসাব ছাড়াই হেবানামা/দানপত্র করে দিয়েছেন। সৎ মাকে হিসাব ছাড়াই সামান্য কিছু জমি দিতে চেয়েছেন কিন্তু তিনি নেননি। এখন আমার জমির অংশ থেকে যদি আমি সৎ মা ও বোনদের কিছু ফেরত না দেই তবে কি আমার পাপ হবে? পাপ হলে কোন হিসেবে বা কীভাবে ভাগের বৈষম্য দূর করা যাবে? (বোনরা বলছে তাদের কম দেওয়া হয়েছে।)
প্রশ্ন ২। আমার পিতামহ (দাদা) যখন মারা যান তখন তার বাবা (আমার প্রপিতামহ) জীবিত ছিলেন। এর ফলে আমার বাবা ও ফুপু তাদের দাদার কোনো সম্পত্তি পাবেন না । এ কথা চিন্তা করে আমার বাবার দাদা তার সমস্ত জমি তার একমাত্র নাতি (আমার বাবাকে) লিখে দিয়েছিলেন। এর ফলে আমার বাবার ফুফুরা ও বাবার একমাত্র বোন সম্পত্তির অংশ পাননি। এখন আমার অংশ থেকে অসংখ্য উত্তরাধিকারকে কি জমি বা অংশের মূল্য বাবদ টাকা ফেরত দিতে হবে? দিতে হলে কীভাবে ফেরত দিতে হবে? কীভাবে হিসাব হবে? ( উল্লেখ্য আমার বাবার কোনো ভাই ও চাচা ছিল না। বাবার দাদারও কোনো ভাই ছিল না।) মেহেরবানি করে আমার প্রশ্ন দুটির উত্তর দিবেন।