As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6281

আদব আখলাক

প্রকাশকাল: 11 Apr 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম শায়েখ,

১। আমরা করেক জন মিলে একটি জমি কিনার চেষ্টা করছি অনেক বিল্ডার আছে কিস্তিতে জমি বিক্রি করে থাকে, এককালিন টাকা দিলে জমি দাম চাইছে ১ লক্ষ টাকা কিন্তু কিস্তিতে গেলে চাইছে ১ লক্ষ ১০হাজার টাকা হয়ে যাচ্ছে, ইহা কি কোন ভাবে সুদের অন্তরভূক্ত?

২। আমি বিছানার পাশে হেঙ্গার দিয়ে ওয়াল এর সাথে কুরআন ঝুলিয়ে রেখেছি গিলাফ দিয়ে যেনো যখন মন চায় অযু থাকলে পড়তে পাড়ি,এতে কি আমি কোন ভাবে কুরআনের আদব নষ্ট করছি ঝুলিয়ে রেখে?

৩। হিংসা ও অহংকার মুক্তির কোন দোয়া আছে কি? জাজাকাল্লাহ খায়রান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, কিস্তিতে দেয়ার সময় কিছু টাকা বেশী দেয়া সুদের অন্তর্ভূক্ত নয়। ববং এটা পণ্যের মূল দাম হিসেবেই গণ্য হবে। ২। একটা ব্যাগের ভিতর কুরআন রেখে ঝুলিয়ে রাখতে পারেন। সরাসরি হেঙ্গারে কুরআন ঝুলানো আদেবের খেলাফ, এটা করা যাবে না। ৩। কুরআনের এই দুআট رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ অর্থ: হে আমাদের রব, আমাদেরকে ও আমাদের ভাই যারা ঈমান নিয়ে আমাদের পূর্বে অতিক্রান্ত হয়েছে তাদেরকে ক্ষমা করুন; এবং যারা ঈমান এনেছে তাদের জন্য আমাদের অন্তরে কোন বিদ্বেষ রাখবেন না; হে আমাদের রব, নিশ্চয় আপনি দয়াবান, পরম দয়ালু। সূরা হাশর, আয়ত ১০।রেন।তে পাি পড়