আস-সালামু আলাইকুম শায়েখ,
১। আমরা করেক জন মিলে একটি জমি কিনার চেষ্টা করছি অনেক বিল্ডার আছে কিস্তিতে জমি বিক্রি করে থাকে, এককালিন টাকা দিলে জমি দাম চাইছে ১ লক্ষ টাকা কিন্তু কিস্তিতে গেলে চাইছে ১ লক্ষ ১০হাজার টাকা হয়ে যাচ্ছে, ইহা কি কোন ভাবে সুদের অন্তরভূক্ত?
২। আমি বিছানার পাশে হেঙ্গার দিয়ে ওয়াল এর সাথে কুরআন ঝুলিয়ে রেখেছি গিলাফ দিয়ে যেনো যখন মন চায় অযু থাকলে পড়তে পাড়ি,এতে কি আমি কোন ভাবে কুরআনের আদব নষ্ট করছি ঝুলিয়ে রেখে?
৩। হিংসা ও অহংকার মুক্তির কোন দোয়া আছে কি? জাজাকাল্লাহ খায়রান